আজ কলম্বোতে নিদাহাস ট্রপির ৫ম ম্যাচে মুখামুখি হবে বাংলাদেশ ও ইন্ডিয়া

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ পূর্ন শক্তি নিয়ে কলম্বোতে নিদাহাস ট্রপির ৫ম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের জন্য এটি সিরিজের ৩য় ম্যাচ হলেও ইন্ডিয়ার জন্য এটি চতুর্থ ম্যাচ। ১ম ম্যাচে ইন্ডিয়া শ্রীলংকার কাছে হেরেছিল। বাংলাদেশের সাথে তাদের ২য় ম্যাচে বাংলাদেশকে ৮ বল বাকি রেখেই হারিয়েছিল। ফিরতি ম্যাচে শ্রীলংকাকে তারা হারিয়েছে।
অপরদিকে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ২য় ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে। তিন খেলায় দুটি জয় নিয়ে ইন্ডিয়ার পয়েন্ট ৪। সমান খেলায় ১ জয় ও ২ হার নিয়ে শ্রীলংকার পয়েন্ট ২। ২ খেলায় ১ জয় ও ১ পরাজয় নিয়ে বাংলাদেশের পয়েন্টও ২। তবে নীট রান রেটে বাংলাদেশ থেকে স্রীলংকা এগিয়ে আছে। আজকের খেলায় বাংলাদেশ দলে সাব্বির রহমানের জায়গায় অন্য কেউ আসতে পারে। জয়ের লক্ষ নিয়ে আজ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে।