খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে দুদক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে দুদক। আজ সকালে দুদকের আইনজীবী খোরশেদ আলম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন। আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকির আদালতে এই আবেদনের ওপর শুনানী হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খোরশেদ আলম।
উল্লেখ্য গত ৮ই ফেব্রুয়ারী নিন্ম আদালতে জিয়া অরফানেজ মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম সাজা দেওয়া হয়। তার পর থেকে বেগম জিয়া নাজিম উদ্দিন রোডের পুরাতন জেল খানায় সাজা ভোগ করছেন। খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত গতকাল সোমবার খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেয়।