চার মাসের জামিন মিলেছে খালেদা জিয়ার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বিকালে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। সাজার মেয়াদ, বয়স ও শারীরিক অসুস্থ্যতার বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই আদেশ দেয়। একইসঙ্গে আপিল শুনানির জন্য মামলার পেপারবুক প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিস্ট শাখাকে নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় নিম্ন আদালত।