কাঠমন্ডুতে বাংলাদেশী ইউএস বাংলা বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নেপালের রাজধানী কাঠমন্ডুতে বাংলাদেশী বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হয়েছে বলে বিভিন্ন নিউজ মিডিয়া সূত্রে জানা গেছে। বিমানটি ৬৭ জন যাত্রী নিয়ে নেপাল গিয়েছিল। যাত্রীদের মধ্য ১ জন চাইনিজ ও ১ জন মালদ্বীপের। বাকীদের মধ্য ৩৩ জন নেপালী ও ৩২ জন বাংলাদেশী বলে জানা গেছে। ৪ জন ক্রুসহ ফ্লাইটটিতে মোট ৭১ জন মানুষ ছিলেন।
ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারটায় কাঠমুণ্ডুর উদেশ্য ছেড়ে যায়। দুপুর আড়াইটার সময় বিমানটি কাঠমুন্ডুর ত্রিভূবন বিমান বন্দরে অবতরনের সময় বিমান বন্দরের পাশের একটি মাঠে বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল কমপক্ষে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার কর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনা পর থেকে ত্রিভূবন বিমানবন্দরে বিমান উঠা নামা বন্ধ রয়েছে।