পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব, দৃশ্যমান হল সেতুর ৪৫০ মিটার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দেশের ইতিহাসে নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতু। একদা এটি বাংলাদেশের মানুষের কাছে একটি স্বপ্ন ছিল। নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন অনেকের কাছে একদা অলিক স্বপ্ন ছিল। কিন্ত এটি এখন আর স্বপ্ন নয়, বাস্তব রূপ পরিগ্রহ করেছে। নিন্দুক আর সমালোচকদের মুখে চুনকালি দিয়ে আজ এই সেতুর ৪৫০ মিটার দৃশমান।

আজ পদ্মাসেতুর ৩৯ ও ৪০ নং পিলারের মধ্য ১৫০ মিটারের একটি স্পেন বসানো হয়। এই স্পেনটির ওজন ৩১৪০ টন। অত্যাধুনিক ও উচ্চক্ষমতা সম্পূর্ণ ভাসমান ক্রেনের সাহায্যে আজ সকালে এটিকে ওপরে ওঠানো হয়। স্পেনটিকে অস্থায়ী বেয়ারিং এর ওপর বসানো হয়েছে। এখন চলছে স্থায়ীভাবে বসানোর কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *