নিন্ম আদালত থেকে নথি না আসায় খালেদা জিয়ার জামিন সংক্রান্ত আদেশ সোমবার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নিন্ম আদালত থেকে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার নথি না আসায় বেগম খালেদা জিয়ার জামিন সংক্রান্ত আদেশ সোমবার দেওয়া হবে বলে জানিয়েছে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিবিশন বেঞ্চ।
খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নাল আবেদীন আদালতকে বলেন, আজ নিন্ম আদালত থেকে নথি আসা সাপেক্ষে আদেশের দিন ধার্য ছিল। যেহেতু এখনো নথি আসেনি তাই আদালতের এক্তিয়ার রয়েছে জামিন আবেদনের ওপর আদেশ দেওয়ার। এই পর্যায়ে বেঞ্চের জৈষ্ঠ বিচারক এনায়েতুর রহিম বলেন, নিন্ম আদালতকে দেওয়া আদেশের ১৫ দিন শেষ হবে। এর পরই আদালত জানায়, জামিন বিষয়ে সোমবার বিকালে আদেশ দেওয়া হবে।