হিজাব পরিহিত বডি বিল্ডার জিতে নিলেন মিস্টার কেরল খেতাব

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সম্প্রতি কোচির দুর্বার মলে অনুষ্ঠিত মিস্টার কেরল বডি বিল্ডিং প্রতিযোগিতায় মহিলা পাওয়ার লিফ্টিং বিভাগে জয়ী হয়েছেন মাজিজিয়া বানু। কেরল পাওয়ার লিফ্টিং অ্যাসেসিয়েশন তাঁকে ‘স্ট্রং ওম্যান অফ কেরল’ খেতাব দিয়েছে। হিজাব পরে তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ছোট বেলা থেকেই খেলাধূলা ও শরীর চর্চায় আগ্রহ ছিল সুস্বাস্থ্যের অধিকারী মাজিজিয়ার। তার বর্তমান বয়স ২৩ বছর।
তবে কেরলের স্ট্রং ওম্যান হওয়ার সঙ্গে সঙ্গে আরও বড় একটি কৃতিত্ব ছিনিয়ে নিয়েছেন মাজিজিয়া। বডি বিল্ডারদের নিয়ে সমাজের গড়ে তোলা বাঁধাধরা ছক ভেঙে দিয়েছেন তিনি। মিস্টার কেরল প্রতিযোগিতায় জেতার চেয়েও এই প্রাপ্তিটাই তাঁর কাছে অনেক বেশি। কেরলের একমাত্র হিজাব পরা বডি বিল্ডার মাজিজিয়া বানু এ কথা বলেন।
তিনি প্রথম বক্সিং নিয়ে অনুশীলন করতেন। তারপর যখন জানতে পারলেন হিজাব নিয়ে বক্সিং রিং এ খেলা নিষেধ তখন তিনি জানতে পারেন হিজাব পরে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। তারপর থেকেই তিনি বডি বিল্ডিং নিয়ে অনুশীলন শুরু করেন।
