ত্রিদেশীয় সিরিজে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় লংকানদের মুখামুখি হবে টাইগাররা
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মুখামুখি হবে স্বাগতিক শ্রীলংকা। আজকের এই খেলাটি হবে টি-২০ সিরিজের ৩য় ম্যাচ। প্রথম টি-২০টিতে ভারতের সাথে জিতে এগিয়ে রয়েছে লংকানরা। অপরদিকে ভারতের সাথে হেরে পিছিয়ে রয়েছে টাইগাররা। প্রথম টি-২০টিতে ভারতের সাথে জ্ব্লে উঠতে পারেনি টাইগাররা। বলে ব্যাটে উভয় ডিপার্টমেন্টেই ব্যর্থ হয়েছে টাইগাররা। সকলেই দৃষ্টিকটুভাবে উইকেট ভিলিয়ে দিয়েছে। আর আউটের ধরনও ছিল অত্যান্ত বাজে। বাংলাদেশ দলের সকলেই আউট হয়েছে সিলি ক্যাচ দিয়ে। ৮ উইকেট হারিয়ে ভারতের সাথে টাইগাররা মাত্র ১৩৯ রান করতে পেরেছিল ২০ ওভারে। ওপরদিকে ভারত ৮ বল বাকী থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়।
শ্রীলংকার সাথে আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প আর কিছু নাই। বাংলাদেশ দলের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ শুধু জয় নিয়েই ভাবছেন। প্রথম ম্যাচের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আত্নবিশ্বাস নিয়ে খেললে ভাল ফল আসতে পারে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাট শুর হবে।