গাইবান্ধায় দুই সড়ক দূর্ঘটনায় ১১ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গাইবান্ধায় মর্মান্তিক দুটি সড়ক দূর্ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো ১৯ জন আহত হয়েছে। আজ সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর থেকে আগত একটি বাসের সাথে সেলোমেশিন চালিত স্থানীয় একটি বাহনের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও একজন নিহত হন। সকাল ১০টার দিকে সদরের অদূরে নুনিয়াগাড়ী এলাকায় সরকার পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
অপর দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ীর জুনদহ এলাকায়। ঢাকা থেকে রড নিয়ে একটি ট্রাক রংপুরে যাওয়ার সময় একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মহিলাসহ ট্রাকের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত আট জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।