স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে ইন্ডিয়ান ক্রিকেট দল থেকে বাদ পরেছেন মোঃ সামি

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নিজ স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন মোঃ সামি। সামি ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার। তার স্ত্রী হাসিন তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগটি আনেন। হাসিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই নালিশ করেন। হাসিন তার স্বামী সামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনেন। সামির পরিবারের বিরুদ্ধেও নির্যাতনের নানা অভিযোক করেন হাসিন।
২০১৩ সালে সামির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসিন। কিছুদিন আগে হাসিনের একটি পোষাক পরিধান নয়ে মুসলিম সমাজের পক্ষ থেকে ব্যপক সমালোচনা হয়েছিল। সেই সময় সামি স্ত্রীর পক্ষে কথা বলেছিলেন। সামি তার বিরুদ্ধে আনা অভিযোগ অ স্বীকার করে বলেছেন, এই সব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করছেন সামি। ত্তার খেলা বন্ধ করতেই তার বিরুদ্ধে এই সব মিথ্যা প্রপাকান্ডা ছড়ানো হচ্ছ বলে তিনি মনে করেন।