প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ফোনালাপ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। আজ সকালে বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহনের আগে শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। বিপ্লব দেব ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য ত্রিপুরার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আদিনিবাস বাংলাদেশের চাদপুরের কচুয়ায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার পরিবার ত্রিপুরায় চলে গিয়েছিল। চাদপুরে এখনো বিপ্লব দেবের আপন চাচারা থাকেন। উল্লেখ্য বিপ্লব দেব গত ২০ বছর ধরে শাসন করে আসা বামপন্থী দলকে বিপুল ভোটে পরাজিত করে মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।