ডঃ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরের ভাইকে গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী জঙ্গি ফয়জুরের ভাই এনামুল হককে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ফয়জুরের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কাউন্টার ট্যাররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা গতকাল সন্ধ্যায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য গত শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে জঙ্গি ফয়জুল ছুরা দিয়ে জাফর ইকবালের ওপর আক্রমন করলে উপস্থিত ছাত্ররা হাতে নাতে তাকে ধরে ফেলে বেদম প্রহার করে। পরে আহত অবস্থায় পুলিশ জঙ্গি ফয়জুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। সুস্থ হলে সে এখন ১০ দিনের রিমান্ডে আছে। অপরদিকে জাফর ইকবালকে উদ্ধার করে দ্রুত ওসমানী হাসপাতালে নেওয়া হয়। ওইদিনই রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বোলেন্সে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার অবস্থা এখন আশস্কামুক্ত।