যথাযথ মর্যাদায় সারাদেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হচ্ছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৭৭১ সালের এই দিনেই রচিত হয়েছিল বাঙ্গালী জাতির স্বাধীনতার বিজ। আর এই বিজটি বপন করেছিলেন বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ১৭৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এক কালজয়ী ভাষন দিয়েছিলেন জাতিরজনক। আর এ ভাষনই এখন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন হিসাবে বাংলাদেশসহ সারা বিশ্বে পরিচিত।

এই ভাষনে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান বলেছিলেন-‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। এই ভাষনের পর থেকেই বাঙ্গালী জাতি স্বাধীনতার সংগ্রামের জন্য স্বসস্ত্র প্রস্তুতি নিতে থাকে। সারা বাংলায় শ্লোগান উঠে বাসের লাঠি তৈরী কর, পাকিস্তানিদের খতম কর, বীর বাঙ্গালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।

কয়েক মাস পূর্বে এই ভাষনকে ইউনেস্কো বিশ্ব ঐতিয্যের অংশ হিসাবে ঘোষনা করে। অথচ ১৯৭৫ এর ১৫ই আগষ্টে বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যা করার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান এই ভাষনকে নিষিদ্ধ ঘোষনা করেছিল। এই ভাষন নিষিদ্ধকারীরা আজ ইতিহাসের আস্তাকূড়ে পতিত হয়েছে। সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ভাষন দেবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *