সিরিয়ার পূর্ব গৌতায় সরকারী বাহিনীর হামলায় ১১ শিশুসহ ৩৪ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার পূর্ব গৌতায় সরকারী বাহিনীর হামলায় ১১ শিশুসহ ৩৪ জন নিহত হয়েছে। এ ছাড়া বহু সংখ্যক নারী পুরুষ ও শিশু আহত হয়েছে। গতকাল রবিবার সরকারী বাহিনী পূর্ব গৌতায় বিমান ও রকেট হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রহমান জানান, পূর্ব গৌতায় আসাদ বাহিনীর রকেট হামলায় ৩৪ বেসামরিক লোক নিহত হয়েছে। হামলায় গৌতার প্রধান নগরী দৌমা ও এর পূর্বাঞ্চলীয় শহরতলীতে ২৬ জন নিহত হয়েছে বলে রহমান জানান। সিরিয়ায় মানবাধিকার বিষয়ক এই সংস্থাটি জানায়, গত ১৫ দিনে চলা সরকারী বাহিনীর অভিযানে গোলা ও রকেটের আঘাতে এ পর্যন্ত ৬৯০ জন মানুষ প্রান হারিয়েছে। সূত্রঃ এএফপি