চাকুরীতে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চাকুরীতে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মাদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ সোমবার খারিজের এ আদেশ দেন। বেঞ্চের বিচারকরা বলেন, কোটা পদ্ধতি সংস্কারের একমাত্র এক্তিয়ার সরকারের।
সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া কোটা পদ্ধতির সংস্কার চেয়ে এক আবেদনকারীর পক্ষে রিটটি করেন গত ৩১শে জানুয়ারী। আজ শুনানী শেষে কোর্ট রিটটি খারিজ করে দেন।