১০০ বছর বয়সে সাঁতারে বিশ্ব রেকর্ড
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অদম্য ইচ্ছা থাকলে উপায় হয়-এই প্রবাদ বাক্য আবার প্রমানিত হয়েছে। অস্ট্রেলিয়ার শত বছরের এক প্রবীন এ বয়সে সাঁতার কেটে বিশ্বরেকর্ড করেছেন। ১০০-১০৪ বছর বয়সের প্রবীন পুরুষদের এক সাতার প্রতিযোগিতায় জর্জ করোনেস তার বয়সের বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এক নতুন বিশ্বরেকর্ড করেছেন। মাত্র ৫৬.১২ সেকেন্ড সময় নিয়ে ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে তিনি প্রথম স্থান অধিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন।
এর আগের বিশ্বরেকর্ড ছিল তার সময়ের চাইতে ৩৫ সেকেন্ড বেশি। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জন হ্যারিসন ১ মিনিট ৩১ দশমিক ১৯ সেকেন্ডের ওই রেকর্ডটি করেছিলেন। বিশ্বরেকর্ড করতে পেরে তিনি দারুণ খুশি। তিনি বলেন, তার গতি এবং টেকনিকই তার সাফল্যের কারণ। ছোট ভেলা থেকেই তিনি সাতার কাটতেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর তিনি সাঁতার ছেড়ে দেন। ৮০ বছর বয়সে তিনি আবার সাঁতার শুরু করেন।