নরসিংদীর রায়পুরায় গনপিটুনীতে এক সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নারসিংদী জেলার রায়পুরা থানায় পিচ্চি কামাল নামে এক সন্ত্রাসী গনপিটুনীতে নিহত হয়েছে। নিহত কামাল রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ কান্দাপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পিচ্চি কামাল তালিকাভুক্ত সন্ত্রাসী।
কামাল বৃহস্পতিবার রাত ১০টার সময় এলাকায় আসার জন্য নৌকায় করে আগানগর গ্রামের খেয়াঘাটে আসলে গনপিটুনীতে সে মারা যায়। পরে পুলিশ এসে মেঘনা নদীর পাড় থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন আগে পুলিশ পিচ্চি কামালকে ধরতে গেলে কামাল ও তার সঙ্গীরা পুলিশের ওপর আক্রমন করে পালিয়ে যায়।