আন্তর্জাতিক আইন লঙ্গন করে মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছে-বিডিআর মহাপরিচালক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আন্তর্জাতিক আইন লঙ্গন করে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ডে এই সৈন্য সমাবেশ করেছে মিয়ানমার। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এই সব অভিযোগ করেন। পহেলা মার্চ থেকে মিয়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ডে সৈন্য সমাবেশ শুরু করেছে। গেল বৃহস্পতিবার রাতে মিয়ানমার বাহিনী কয়েক দফা ফাকা গুলিও ছুড়েছে। এই নিয়ে সীমান্তের জিরু লাইনে অবস্থান করা রোহিঙ্গারা ভয়ে আতংকে দিন কাটাচ্ছে। ইতি মধ্যই অনেক রোহিঙ্গা সেখান থেকে তমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
গতকাল এই নিয়ে দুই দেশের মধ্য পতাকা বৈঠকও হয়েছে। মিয়ানমারের পক্ষে থেকে জানানো হয়েছে তাদের আভ্যন্তরীন নিরাপত্তার জন্য সৈন্য সমাবেশ করেছেন তারা। বাংলাদেশের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়েছে।