মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অনুষ্ঠান চলাকালে মঞ্চ ভেঙ্গে পড়ে যান ঢাকা দক্ষিনের মেয়র সাঈদ খোকনসহ মঞ্চে উপস্থিত আরো ২০/২৫ জন। রাজধানীর পরিবাগে মেয়র খোকনের এক মত বিনিময় সভায় আজ দুপুরে এই ঘটনাটি ঘটে। তবে তাতে কেহই আহত হন নাই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যার কথা শুনতে আয়োজন করা হয়েছিল ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে সাঈদ খোকন মানুষের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এমন সময় মঞ্চটি ভেঙ্গে পড়ে। মেয়র নিজেকে সামলিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, আল্লাহর রহমতে আমি আঘাত পাই নাই। তার পর তিনি বলেন, আজ আর বেশী প্রশ্ন নিব না। তিনি ২/৩ টি প্রশ্ন নিয়ে তার উত্তর দিয়ে সভা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published.