নেত্রকোনায় রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ ভোরে কেন্দুয়ার বানিয়াগাতি গ্রামের মিনা আক্তার নামে এক নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্য বাচ্চাটিকে দেখে তাকে উদ্ধার করেন। রাতের আধারে কে বা কারা বাচ্চাটিকে ঝোপের মধ্য রেখে গেছে।
বাচ্চাটিকে দেখার জন্য আশেপাশের শত শত মানুষ এলাকায় জমায়েত হয়েছে। পরে কেন্দুয়া থানা পুলিশ বাচ্চাটিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বাচ্চাটি সম্পূর্ন সুস্থ্য আছে বলে জানান। পরবর্তীতে থানা সমাজসেবা অফিস নবজাতকের দায়দায়িত্ব নিবে বলে জানা যায়।