সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরীতে কাঁচামাল সরবরাহ করেছে উত্তর কোরিয়া-জাতিসংঘ বিশেষজ্ঞ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সম্প্রতি সিরিয়ায় সরকারী বাহিনী অসামরিক লোকদের ওপর যে হামলা করেছে তাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জাতিসংঘ বিশেষজ্ঞরা দাবী করছেন। তারা এও দাবী করছেন যে, এসমস্ত রাসায়নিক অস্ত্রের কাঁচামাল সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এই হামলায় প্রায় ৫ শতাধিক মানুষ মারা গেছে যাদের মধ্য প্রায় ১৩০ জন শিশু রয়েছে।
জাতিসংঘ বিশেষজ্ঞরা আরো দাবী করছেন, সিরিয়ার রাসায়নি কারখানাগুলিতে উত্তর কোরিয়ার রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞদের নিয়মিত যাতায়ত রয়েছে। সিরিয়ায় কাঁচামালের পাশাপাশি রাসায়নিক অস্ত্রও সরবরাহ করে আসছে উত্তর কোরিয়া। সূত্রঃ বিবিসি