হুয়ানের একমাত্র স্বপ্ন হাটতে পারা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর মেক্সিকোর বাসিন্দা ৩৩ বছরের হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো বিশ্বের সব চেয়ে স্থূলকায় ব্যক্তি হিসেবে ২০১৬ সালে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন। তখন তাঁর ওজন ছিল ৫৯৫ কিলোগ্রাম। হুয়ান সে সময় সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস ছাড়াও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, ওজন না কমালে বাঁচানো মুশকিল হবে হুয়ানকে। তখনই ডবল গ্যাসট্রিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।
কয়েকবার অস্ত্রোপচারের পর তার ওজন এখন ৩৪৫ কেজি। এখনো তার সময় কাটে বিছানাতেই। এমনকি তিনি উঠে দাড়াতেও পারেন না তার এই বিশাল ওজনের জন্য। তবে আরো ওজন কমানোর জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বাচতে চাচ্ছেন। এখন তার একমাত্র স্বপ্ন হলো হাটতে পারা। তাই তিনি বেশীর ভাগ সময়ই পাড় করছেন হাটার জন্য কঠিন অধ্যাবসায় করে। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা