জামিন মিলেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হাইকোর্ট জামিন দেয়নি বেগম খালেদা জিয়াকে। নিন্ম আদালতের দেওয়া ৫ বছরের সাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন নাজিম উদ্দিন রোডের পুরাতন জেল খানায় জেল খাটছেন। আজ হাইকোর্টে জামিনের শুনানী হয়। নিন্ম আদালতের নতি আসার পর জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে আদালত জানিয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
শুনানীতে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মোঃ আলী বলেন, খালেদা জিয়া একজন বয়স্ক নারী। তার নানা রকম শারীরিক সমস্যা রয়েছে। তার সাজাও লঘু। তাই তাকে জামিন দেওয়া যেতে পারে। অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের তীব্র বিরোধিতা করে বলেন, সাড়ে নয় বছরের মাথায় নিন্ম আদালতে এই মামলাটির রায় হয়েছে। আজ যদি জামিন দেওয়া হয় তাহলে হাইকোর্টে মূল আপিলের আর কখনো শুনানী হবে না। আদালতের উচিত নিন্ম আদালতের নতি আসার পর জামিনের বিষয়টি নিস্পত্তি করা। দুদকের পক্ষে শুনানী করেন আইনজীবী খোরশেদ আলম।