জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানীর জন্য গ্রহন করেছে হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানীর জন্য গ্রহন করেছে হাইকোর্ট। একই সাথে হাইকোর্ট খালেদা জিয়ার অর্থদন্ড স্থগিত করেছে। আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
অপরদিকে খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানী আগামী রবিবার হবে বলে জানিয়েছে হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ। পাশাপাশি খালেদা জিয়ার মামলার নথি ১৫ দিনের মধ্য প্রেরনের জন্য রায় প্রদানকারী নিন্ম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ।