হবিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ২৫ জন আহত-দাবী বিএনপির
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিলেটের হবিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি ও লাঠি চার্জে ২৫ জন আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবী করা হচ্ছে। আজ দুপুর ১২টার সময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপি মিছিল শুরু করে। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভা মেয়র জি কে গাউস।
মিছিলে এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের কথা কাটাকাটিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ফাকা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।