সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারী বাহিনীর হামলায় শিশুসহ ৭৭ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রতিত এলাকায় সরকারী বাহিনীর রকেট ও বিমান হাওমলায় ৭৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহতের সংখ্যাও শতাধিক। এদের মধ্য অনেকেই গুরুতর আহত। নিহতদের মধ্য ২০ জন শিশু রয়েছে বলে জানা গেছে। সিরিয়ার পূর্ব ঘোতা এলাকায় সোমবার এ হামলা চালানো হয়। সিরিয়ায় নিযুক্ত মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকরা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এই হামলার পর স্থল পথেও সরকারী বাহিনী হামলা চালাবে বলে মনে করা হচ্ছে। গোলযোগপূর্ন এই এলাকাটি আগেও বেশ কয়েকবার বোমা হামলা চালানো হয়েছে। জাতিসংঘ এলাকাটি বোমা হামলা বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে। প্রায় ৪ লক্ষ মানুষ ২০১৩ সাল থেকে এখানে প্রায় অবরুদ্ধ অবস্থায় বসবাস করছে। সূত্রঃ বিবিসি