মিয়ানমার জিরো লাইনে অবস্থান করা রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান করা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। আজ বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তা পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে কোন রকম যাচাই বাছাই ছাড়াই জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অনুরোধ জানানো হয়েছে। কেননা এরা এখনো মিয়ানমার সীমান্তেই অবস্থান করছে। তবে মিয়ানমার এদেরও একটি তালিকা করতে চাচ্ছে।

এই রোহিঙ্গারা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের জিরো লাইনে গত ছয় মাস ধরে আটকা পড়ে আছেন। তাদের খাদ্য ও ত্রাণের ব্যবস্থা করে আসছে আন্তর্জাতিক রেডক্রস এবং ইউএনএইচসিআর । ১৬ই জানুয়ারীর মিয়ানমারের রাজধানী নেপিডোতে এক বৈঠকে এদের ফিরিয়ে নেবার জন্য ঐকমত্য হয়েছিল। আজ দুই দেশের প্রতিনিধিদল নো-ম্যানস ল্যান্ডে তাদের শিবিরগুলো পরিদর্শন করে, এবং রোহিঙ্গা নেতাদের সাথেও দু’পক্ষের কথা হয়। রোহিঙ্গারা জানিয়েছে, যদি মিয়ানমার সরকার তাদের নিরাপত্তা দিতে পারে তাহলে তারা তাদের পুড়িয়ে দেওয়া গ্রামগুলিতে ফিরিয়ে যেতে ইচ্ছুক।

Leave a Reply

Your email address will not be published.