ফিনল্যান্ডের যে দ্বীপে শুধু মহিলারাই যেতে পারে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ফিনঅল্যান্ডে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু মহিলারাই যেতে পারে। এই দ্বীপে শুধু মহিলাদের বসবাস। পুরুষদের প্রবেশ নিষেধ দ্বীপটিতে। এখানে সবই পাওয়া যাবে, শুধু পুরুষ পাওয়া যাবে না। এই দ্বীপের মালিক ক্রিস্টিনা রথ নামে এক মহিলা। শুধুমাত্র মহিলাদের ছুটি কাটানোর জন্যই তিনি এই দ্বীপটিকে সাজিয়ে তুলেছেন। ক্রিস্টিনা একজন বিজনেস কনসালট্যান্ট ও মহিলা উদ্যোক্তা। ফোর্বসের দ্রুত উন্নতি করা মহিলাচালিত সংস্থাগুলিরর তালিকায় রয়েছে তাঁর কোম্পানিও।
ক্রিস্টিনা রথ জানিয়েছেন, তিনি একবার ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে তিনি লক্ষ্য করেন, সুদর্শন পুরুষদের উপস্থিতিতে মহিলারা অনেক বেশী সর্তক ছিলেন। প্রকৃতির সৌন্দর্যে সেখানে মাতোয়ারা হওয়ার কথা। অথচ তা না হয়ে আকর্ষণীয় হয়ে উঠতে মহিলারা নিজেদেরই অত্যধিক সাজিয়ে রাখছিলেন। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এমন কিছু একটা করবেন, যেখানে শুধু মহিলারাই থাকবে, আনন্দ বিনোদন করবে, প্রকৃতির সাথে নিজেদের ভাসিয়ে দিবে।
তাই তিনি প্রাথমিকভাবে দ্বীপটি কিনে নিজের মত করে সাজিয়েছেন, যাতে করে শুধু মহিলারা অবসর সময়ে এখানে ছুটি কাটাতে এসে প্রকৃতির সাথে মিশে যেতে পারে। দ্বীপটির নাম সুপারশি আইল্যান্ড। চলতি বছরের জুন মাস থেকেই মহিলাদের আনন্দ বিনোদনের জন্য বানিজ্যিকভাবে দ্বীপটি চালু করবেন ক্রিস্টিনা।