পাকিস্তানে ৬ বছরের শিশুকে ধর্ষন ও হত্যার দায়ে এমরান আলীর ৪ বার মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানে চাঞ্চল্যকর শিশু জয়নবকে ( ৮ ) ধর্ষন ও হত্যা মামলার রায়ে অভিযুক্ত ইমরান আলীকে (২৪) ৪ বার মৃত্যুদন্ড দিয়েছে সেখানকার একটি বিশেষ ট্রাইবুনাল। আদালত তাকে অপহরণ, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দোষীসাব্যস্ত করে সবগুলোতে আলাদাভাবে মৃত্যুদণ্ড দেয়।
৯ই জানুয়ারি লাহোরের কাছে কাসুর শহরে একটি আবর্জনার ভাগাড়ে ছয় বছরের শিশু জয়নব আসনারির মৃতদেহ পাওয়ার পর পাকিস্তান জুড়ে ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল ও প্রদিবাদে সর্ব স্তরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিল। অপরাধীকে ধরতে পুলিশ ব্যর্থ হলে সেখানে দাঙ্গায় ২ জন নিহত হয়। ঘটনার সময় জয়নবের মা বাবা হজব্রত পালনে সৌদি আরবে ছিল।
ইমরান আলী এর আগেও ঐ এলাকায় অন্যান্য নারী শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িত ছিল বলে পুলিশ সন্দেহ করছে। আদালতে ইমরান আলীর বিরুদ্ধে অনেকে সাক্ষী দিয়েছে। ১৪ই ফেব্রুয়ারী ইমরান আলী পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করার পর তার আইনজীবী মামলা থেকে সরে দাঁড়ান। উচ্চ আদালতে আপিল করার জন্য ইমরানকে ১৫ দিনের সময় দিয়েছে বিশেষ আদালত।