ইরানের প্রেসিডেন্ট হায়দারাবাদের সুন্নী মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতে সফররত ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি হায়দারাবাদের বিখ্যাত মক্কা মসজিদে জুম্মার নামজ আদায় করলেন। মক্কা মসজিদটি মূলত সুন্নী মুসলমানদের মসজিদ। সেখানকার সুন্নীরা হাসান রোহানীকে স্বাগত জানান। মুসল্লীদের উদেশ্য তিনি মসজিদে বক্তব্যও রাখলেন। উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি শিয়া ও সুন্নী সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য ভারতের প্রশংসা করেন।
হায়দ্রাবাদ শহরের প্রতীক বিখ্যাত তোরণ চারমিনারের কাছে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে কুতুব শাহী আমলে। সুলতান মুহাম্মদ কুতুবের রাজত্বকালে ১৬১৬-১৭ সালে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কুতুব শাহী সুলতানেরা ১৫১৮ সোল থেকে ১৬৮৭ সাল পর্যন্ত দাক্ষিণাত্যের গোলকোন্ডা রাজ্য শাসন করেছেন। এই রাজবংশের পূর্বপুরুষরা ইরান থেকে ভারতে এসেছিলেন।
এই বংশের ৬ষ্ঠ সুলতান মোহাম্মদ কুলি ১৫৯১ সালে হায়দ্রাবাদ শহরের পত্তন করেন। এই শহরে তিনি সুরম্য প্রাসাদ, বাগান নির্মান ও খাল খনন করান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চারমিনার। ইরানের মাশহাদ এবং ইসফাহান শহরের ভবনের আদলে চুনাপাথর দিয়ে এই তোরণটি নির্মাণ করা হয়। প্রেসিডেন্ট রোহানি তার সফরের সময় কুতুব শাহী সুলতানদের কবরও জিয়ারত করেন।