বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালান্টাইনস ডে এর ইতি কথা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগের মধ্যে দিয়ে সারা বিশ্বে উদযাপন করা হয়ে আসছে। এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা প্রভৃতি উপহার প্রদান করে দিবসটি উদ্‌যাপন করে।

২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। খৃষ্ট ধর্ম প্রচা্রের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ সে সময়ে রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি এক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। তাতে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যু দন্ডের দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারী। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন। ভ্যালেন্টাইনকে স্মরন ও তার প্রতি ভালবাসা প্রদর্শনের জন্যই মূলত এই দিবসের উদ্ভব। তবে এখন মূলত প্রেমিক-প্রেমিকার ভালবাসার প্রকাশের দিন হিসাবেই দিবসটি পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *