দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা পাওয়া গেল টেমস নদীর তীরে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
লন্ডনের টেমস নদীর তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। গেল রবিবার সকালে লন্ডন বিমান বন্দরের সংস্কার কাজ চলছিল। বিমান বন্দরের টেমস নদীর পাড়ের অংশে মাটি খুরার সময় শ্রমিকরা একটি ধাতব বস্তু দেখতে পায়। ভয়ে শ্রমিকরা তখন কাজ বন্ধ রেখে বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়।
কর্মকর্তারা পরে নৌবাহিনীকে খবর দিলে তারা এসে ধাতব বস্তুটি একটি বোমা বলে সনাক্ত করে। তারা জানায় বোমাটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের অবিস্ফোরিত বোমা। এই খবরে বিমান বন্দরের সমস্ত ফ্লাইটের উঠা নামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সারা শহরে এ নিয়ে আতংস্ক ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমাটি অপসারনের কাজ চলছিল।