বিএনপির এখন আশাই একমাত্র ভেলা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সংসার সাগরে সুখ-দুঃখ তঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা-এই প্রবাদ বচনটি স্কুল জীবনে পড়েছি। আর এর ভাব সম্প্রসারন যে যেভাবেই করুক না কেন-একই অর্থ দাঁড়াবে। স্কুল জীবনে হয়ত এর যে ব্যপক অর্থ আছে তা পুরাপুরি বুঝতে পারিনি। এখন মাঝ বয়সে এসে এর ভাব সম্প্রসারনে বাস্তব অর্থ খোজে পাই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি দু্র্নীতির মামলা রয়েছে। এরই মাঝে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায়ে তার ৫ বছরের জেল হয়েছে। তিনি এখন নাজিম উদ্দিন রোডের পুরাতন জেলখানায় সাজা খাটছেন। বেশী আগে যাবো না। রায় হওয়ার কিছুকাল আগেও বিএনপি নেতাকর্মীরা বলতেন খালেদা জিয়ার কিছুই করতে পারবে না সরকার। ম্যাডামকে জেলে দিলে দেশ অচল হয়ে যাবে। কাজেই সরকার দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে খালেদা জিয়াকে খালাশ দিতে বাধ্য হবে। এসবই ছিল বিএনপি কিংবা খালেদা জিয়া সমর্থকদের আশা। এইসব আশা নিয়েই তারা বেচে আছেন।

এখন এই বাস্তবতাকে বুকে ধারন করে তারা বলছেন, হাইকোর্টে আপিল করলে খালেদা জিয়া জামিন পে্য়ে যাবেন, আপিলে খালেদা জিয়ার সাজার রায় বাতিল হয়ে যাবে। কাজেই তিনি অচিরেই জেল থেকে মুক্তি পাবেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে বর্তমান আওয়ামীলীগ সরকারকে হটিয়ে ক্ষমতায় আসবে খালেদা জিয়ার দল বিএনপি। কিংবা দেশে আবার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কিংবা অন্য কোন পন্থায় আবার বিএনপি ক্ষমতায় আসবে।  এইসব হচ্ছে আশা। মানুষ মাত্রেই নানারুপ আশা করে থাকে। কোনটা বাস্তবে রুপ নেয় আবার কোনটা অবাস্তব হয়েই রয়ে যায়।

রায়ের পর বিএনপি নেতাকর্মী কিংবা সমর্থকরা বলে বেড়াচ্ছেন দূর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হওয়াতে নাকি খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়ে গেছে। অপরাধের দায়ে আদালত ১০ বছর শুনানী আর যুক্তি তর্ক করে অপরাধ প্রমান হওয়ায় সাজা হিসাবে ৫ বছরের জেল দিয়েছে। দূর্নীতির দায়ে কারো জেল হলে তার জনপ্রিয়তা বেড়ে যায় এমনটি আগে জানা ছিল না। এই সবই হচ্ছে খালেদা জিয়া কিংবা বিএনপিকে যারা ভালবাসে্ন তাদের আশা। গনস্বাস্থ্যের ডঃ জাফরুল্লাহ বলেছেন, জেলে যাওয়াতে নাকি খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়ে গেছে/যাবে। এসবই হচ্ছে অবাস্তব আশা। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীর জেল হয়েছে। তাতে জনপ্রিয়তা যদি বেড়ে যায় তাহলে দেশে দূর্নীতিবাজ হওয়ার প্রতিযোগিতা চলবেই। আর দেশ থেকে দূর্নীতি দুর করা কোন দিনই সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *