আশুলিয়ায় বাসে ডাকাতি, ছুরিকাঘাতে চালক নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাভারের আশুলিয়ায় যাত্রীবেশী ডাকাতের ছুরিকাঘাতে বাস চালক নিহত হয়েছে। এ ছাড়াও বাসের কন্ট্রাক্টর ও হেলপারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ধলেশ্বরী পরিবহনের একটি বাস রাতে টাঙ্গাইল থেকে ঢাকা আসছিল। টাঙ্গাইল থেকে বাসে ১৩ জন যাত্রীবেশী ডাকাত উঠে। রাত দুইটার দিকে বাসটি যখন নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় পৌঁছে তখন ডাকাতরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় চালক শাজাহান (৪২), হেলপার ও সুপারভাইজার ডাকাতদে্র বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। আর ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণের গহনাসহ অন্যান্য জিনিষপত্র লুট করে নেমে যায়। ডাকাতির পরে যাত্রীরা পুলিশে খবর দেন। ড্রাইভার শাহজাহানকে গনস্বাস্থ্য হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গুরুতর আহত হেলপার বাদসাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নিহত ড্রাইভার শাজাহান টাঙ্গাইলের চরগানা গ্রামের মৃত বিশা মিয়ার ছেলে।