একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর সবাই নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির ৭১ আরোহীর সকলেই নিহত হয়েছে। বিমানটি মস্কো থেকে উড়ে ওরেস্কের উদেশ্য যাত্রার কিছু সময়ের মধ্যই বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মস্কোর দক্ষিণ-পূর্বদিকের এলাকা আরগুনোভো থেকে তারা জ্বলন্ত বিমানটিকে মাটিতে পড়তে দেখেছেন। ইমারজেন্সী সার্ভিসের লোকেরা মস্কোর দক্ষিণ পূর্বে বরফ-ঢাকা মাঠের মধ্যে বিমানটি ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখেছেন বলে জানা যায়।
রুশ প্রেসিডেন্ট পুতিন এ ঘটনায় শোক প্রকাশ করে দূর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিমান সংস্থাগুলোর আরও দুটি বিমান দূর্ঘটনার কবলে পড়েছ। এর মধ্য একটি বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীদের সবাই নিহত হয়েছিল।