যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে বিএনপি-জামাত কর্তৃক বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে হাবিবুল্লা বাহার কলেজ ছাত্রলীগের মিছিল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিএনপি জামাত কর্তৃক বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে শান্তিনগর-মালিবাগ-শান্তিনগর হয়ে আবার কলেজে গিয়ে শেষ হয়।
কলেজ শাখা ছাত্রলীগ দাবী করে, লন্ডনে অবস্থানরত তারেক জিয়ার মদদে ও নির্দেশে বিএনপি জামাতের লোকজন হামলা চালিয়ে দূতাবাসে ভাঙচুর ও বঙ্গবন্ধুর ছবির অবমাননা করে। অবিলম্বে সাজাপ্রাপ্ত তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত সাজা দেওয়ার জন্য তারা দাবী জানায়।