ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস খাদে, ২৭ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের মধ্য ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসের যাত্রীরা সবাই ছিলেন স্থানীয় পর্যটক। তারা জাভার বানটেন প্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে আসছিলেন।
পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দ্রুত গতিতে বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার গড়িয়ে খাদে পড়ে যায়। বাসটির ব্রেক কাজ করছিল না বলে ধারনা করা হচ্চে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।