মওদুদ আহমেদসহ ৫ আইনজীবী খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারের গেইটে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
খালেদা জিয়ার সাথে দেখা করতে মওদুদ আহমেদসহ বিএনপিপন্থী ৫ আইনজীবী কারাগারের গেইটে গেছেন। অন্য চার আইনজীবী হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আবদুর রেজ্জাক খান ও এ জে মোহাম্মদ আলী।
কারা ফটকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘আইন অনুসারে ১৮ ক্যাটাগরির কারাবন্দি ডিভিশন পেয়ে থাকেন। কিন্তু অত্যন্ত দু:খের সংগে বলতে হয়, একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়নি। একটি নির্জন পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়েছে। এখানে ফাঁসির আসামীদের যেভাবে রাখা হয় তাকে সেভাবে রাখা হয়েছে। আমরা যত দ্রুত রায়ের কাগজ পাব তত দ্রুত আপিল করব।’