ঢাকা টেস্টে লংকানদের কাছে টাইগারদের সূচনীয় হার

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে বাংলাদেশের সূচনীয় পরাজয় হয়েছে। এই পরাজয়কে কোনভাবেই মেনে নেওয়া যায় না। মাত্র ১২৩ রানে ১০ উইকেটের পতন এর পক্ষে কোন ব্যাখ্যাই দাড় করানো যাচ্ছে না। মাত্র ২৯.৩ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ। এই বেসামাল পরাজয়ের কারন খোজে বেড় করা একান্ত প্রয়োজন। ক্রিকেটে জুয়ার কাহিনী সকলেরই জানা আছে। এই বিষয়টিও খতিয়ে দেখতে হবে। নচেৎ বাংলাদেশের ক্রিকেটে অশনি সংকেত দেখা দিবে।

২য় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ছিল মাত্র ২২২ রান। কাজেই বাংলাদেশের প্রথম ইনিংসে তেমন কোন চাপও ছিল না। তারপরেও বাংলাদেশ ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে মাত্র ১১০ রান করতে পেরেছিল। ২য় ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ১০ উইকেটে ২২৬ রান।

স্কোরঃ

শ্রীলংকাঃ ২২২ ও ২২৬

বাংলাদেশঃ ১১০ ও ১২৩

২১৫ রানে শ্রীলংকার জয়

ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ রৌসেন সিলবা।

Leave a Reply

Your email address will not be published.