মগবাজারে বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার গাড়ী বহরকে ঘিরে ফেলে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বকসি বাজারের অস্থায়ী আদালতে যাওয়ার পথে মগবাজার রেলগেটে হটাৎ বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার গাড়ী বহরকে ঘিরে ফেলে। বহরকে ঘিরে বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার গাড়ী বহরের সাথে অগ্রসর হতে থাকে। ফলে কয়েক হাজার মানুষকে ডিঙ্গিয়ে খালেদা জিয়ার গাড়ী বহর ধীর গতিতে বেলী রোডেরদিকে অগ্রসর হতে থাকে। মগবাজার মোরে বহরকে ঘিরে নানা ধরনের স্লোগান দিতে থাকে দলীয় নেতা কর্মীরা।এর আগে ১০টার সময় খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে আদালতের উদেশ্য রওনা দেওয়ার কথা থাকলেও তিনি ১১টা ৪০ মিনিটে রুওনা হন। খালেদা জিয়াকে বহনকারী গাড়ী বহরটি মগবাজার মোর আসা মাত্র বিভিন্ন গলির ভিতরে অবস্থান নেওয়া বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা বের হয়ে খালেদা জিয়ার গাড়ী বহরকে ঘিরে ফেলে। তারপর তারা গাড়ী বহরের সাথে সামনে অগ্রসর হতে থাকে। এই সময় মগবাজার চৌরাস্তা মোরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাকরাইল মোরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দাওয়া পাল্টা দাওয়া চলছে। খালেদা জিয়া কাকরাইল মোর পাড় হয়ে বকসি বাজারের দিকে অগ্রসর হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.