নিখোজ বিএনপি নেতা হাবিব-উন নবী সোহেলকে খালেদা জিয়ার গাড়ী বহরে দেখা গেছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
৫ই ফেব্রুয়ারী রাত শেষে ভোর ৪টায় বিএনপির ঢাকা দক্ষিন মহানগরের সভাপতি সাবেক ছাত্রদলের সভাপতি হাবিব-উন নবী সোহেলকে তার মালিবাগের বাসা থেকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছিলেন। রিজভী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, সোহেলকে তার মালিবাগের বাসা থেকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। আর এই তথ্য সোহেলের পরিবারের বরাত দিয়ে রিজভী গনমাধ্যমকে জানিয়েছিলেন। তারপর থেকে সোহেল নিখোজ আছেন। এ কথা রিজভী অনেকবার গনমাধ্যমকে জানিয়েছিলেন।
অথচ আজ খালেদা জিয়ার গাড়ি বহর আদালতে যাওয়ার পথে মগবাজার আসার সাথে সাথে সোহেলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা গাড়ি বহরে যুক্ত হয়ে স্লোগান দিতে দিতে সামনের দিক এগিয়ে যেতে থাকে। ছবিতে তাকে স্পষ্টতই খালেদা জিয়ার গাড়ি বহরে শ্লোগান দিতে দেখা যাচ্ছে। তাহলে তিনি এ কয়দিন আত্ন গোপন করেছিলেন। আর রিজভী মিথ্যা অভিযোগ করেছিলেন তা প্রমানিত।
ঠিক তেমনই কয়েক মাস আগে ফরহাদ মজার যখন পারিবারিক কারনে আত্ন গোপনে যান তখন রিজভী বলেছিলেন, ফরহাদ মজারকে গুম করা হয়েছে। তিনি সরকার এর সাথে জড়িত বলে গনমাধ্যমকে জানিয়েছিলেন। পরে প্রমান হয়, ফরহাদ মজার নিজেই আত্ন গোপনে গিয়েছিলেন। তাহলে বিএনপির অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা থাকায় তারা প্রায়শই আত্ন গোপনে থাকেন গ্রেপ্তার এড়ানোর জন্য। আর এ সব আত্ন গোপনকে রিজভী সরকারের লোকজন ধরে নিয়ে গেছে বলে বলতে থাকেন যাতে করে সরকার বেকায়দায় পড়ে। রাজনীতিতে রিজভী সাহেব মিথ্যাকে প্রাতিষ্টানিক রুপ দিতে চান। যা গুনগত রাজনীতি ও দেশের জন্য খুবই ক্ষতিকর। তাই মিথ্যচারের দায়ে রিজভীকে গ্রেপ্তার করে বিচার করার দাবী করলে কি তা অযুক্তিক হবে?