তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ৪ জন নিহত, আহত শতাধিক
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্পে ৪ জন নিহত হয়েছে। এছাড়া শতাধিক আহত ও বহুসংখ্যক নিখোজের খবরও পাওয়া গেছে। তাইওয়ানের স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে ৬.৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত আনে তাইওয়ানের পূর্ব উপকুল থেকে ২০ কিলোমিটার দক্ষিনে।
ভূমিকম্পের ফলে বহু সংখ্যক মানুষ নিখোজ রয়েছেন। ক্ষতিগ্রস্থ স্থাপনাগুলিতে আটকাআ পড়ে আছে অনেকে। ভূমিকম্পের ফলে অনেক বহুতল বিল্ডিং হেলে পড়েছে। জরুরী উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য সেনাবাহিনী তলব করা হয়েছে।