ঢাকার প্রবেশপথগুলিতে যানবাহনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাসী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকার প্রবেশপথগুলিতে যানবাহনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাসী চালাচ্ছে। গন পরিবহন কিংবা প্রাইভেট যান সন্দেহজনক মনে হলেই তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাসী চালাচ্ছে। ৮ই ফেব্রুয়ারী খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ঢাকার বাহির থেকে লোকজন ঢাকাতে এসে নাশকতামূলক কর্মকান্ড চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
তারই পরিপেক্ষিতে ঢাকার প্রতিটি প্রবেশ পথে যানবাহনে তল্লাসী জোড়দার করা হয়েছে। ঢাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি নারায়নগঞ্জ ও গাজীপুরেও নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। আগামীকাল জিয়া অরফানেজ মামলার রায়কে কেন্দ্র করে যে কোন অপৃতিকর ঘটনা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।