৮ই ফেব্রুয়ারী খালেদা জিয়ার মামলার রায়ের দিন রাজধানীতে সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জিয়া অরফানেজ মামলার রায়কে ঘিরে ৮ই ফেব্রুয়ারী রাজধানীতে সকল ধরনের সভা/সমাবেশ/মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক জরুরী বার্তায় এই তথ্য জানানো হয়। জরুরী এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে।

৮ই ফেব্রুয়ারী বহুল আলোচিত জিয়া অরফানেজ মামলার রায়ের দিন ধার্য রয়েছে। এই রায়কে কেন্দ্র করে অনেকে উস্কানিমূলক কথা বার্তা বলছে। রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তারই পরিপেক্ষিতে এই সতর্কতামুলক বিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *