সাজা হলে খালেদা জিয়াকে নেওয়া হতে পারে পুরাতন কেন্দ্রীয় কারাগারে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাজা হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পুরাতন ঢাকায় অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হতে পারে বলে আবাস পাওয়া যাচ্ছে। সেই লক্ষকে সামনে রেখে কারা কর্তৃপক্ষ নাজিম উদ্দিন রোডের এই পুরাতন কেন্দ্রীয় কারাগারের সংস্কার কাজ শুরু করেছে। কারাগারের বেশ কয়েকটি রুম ও লবি ঘষা মাঝা ও রঙ করা হচ্ছে।
৮ই ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলার রায়ে শাস্তি হলে বেগম খালেদা জিয়াকে দ্রুত বকসি বাজারের অস্থায়ী আদালত থেকে এই কারাগারে স্থানান্তর করা যাবে অল্প সময়ে। রায় পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতকে বিবেচনায় নিয়ে এমনটি ধারনা করা হচ্ছে। রায়কে কেন্দ্র করে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।