কোচিং বানিজ্যের সাথে যুক্ত রাজধানীর ৭২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কোচিং বানিজ্যের সাথে যুক্ত রাজধানীর ৭২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোচিংয়ে যুক্ত ৭২ জন শিক্ষকের মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩৬ জন, মতিঝিল স্কুল এন্ড কলেজের ২৪ জন, ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজের ৭ জন এবং রাজউক উত্তরা স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষক।
অভিযুক্ত এই ৭২ জন শিক্ষকের কাছে ১০ দিনের সময় দিয়ে কারন দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির কাছেও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। স্কুল শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে স্কুলের এমপিও বাতিল হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পর্যায়ক্রমে তদন্ত সাপেক্ষে রাজধানীর অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও অনুরুপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে মাউশি জানিয়েছে।