বেগম খালেদা জিয়ার ৬ দফা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে বেগম খালেদা জিয়া আজ নির্বাচনে যাওয়ার শর্ত হিসাবে ৬ দফা পেস করেন। উত্তরায় অবস্থিত হোটেল লা ম্যারিডিয়ানে এই বৈঠক চলছে। দফাগুলি হল-
১। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।
২। ভোট দিতে যাওয়ার পরিবেশ তৈরী করতে হবে।
৩। নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে।
৪। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
৫। ভোটের আগে সেনা মোতায়েন করতে হবে, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে ও
৬। ভোটে ইভিএম ব্যবহার করা যাবে না।
বেগম জিয়া নেতা-কর্মীদের সরকারের ফাদে পা বাড়াতে নিষেধ করেন। দলের সাথে বৈঈমানী না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দেন। তিনি বলেন, একবার মাফ করে দিয়েছেন, ভবিষ্যতে বেঈমানী করলে আর মাফ করবেন না। অন্যান্য দল থেকে কিংবা যে কেউ বিএনপিতে আসতে চাইলে তাকে যোগ্য স্থান দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।