বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে বিশাল সংগ্রহের পথে শ্রীলংকা
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চিটাগাং টেষ্টে বাংলাদেশের বিপক্ষে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে লংকানরা। বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে সব কটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫১৩ রান করেছিল। জবাবে ২য় দিনের ২য় সেশন থেকে ব্যাটিং করে চতুর্থ দিনের ২য় সেশন পর্যন্ত ১৮৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলে লংকানরা। ফলে এই ম্যাচের নিয়ন্ত্রন তাদের হাতেই চলে গেছে।
বাংলাদেশে বোলাররা যথা সময়ে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অপরদিকে বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিংয়ে অনেকেই ব্যর্থ হয়েছে। তারা দায়িত্ব নিয়ে খেলেনি। বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা ম্যাচ জিতেই গেছে। আত্নতুষ্টিতে ভুগে তারা স্বাভাবিক ব্যাটিং করতে পারেনি। হেলাফেলা করে উইকেট হারিয়েছে। বাংলাদেশের খেলোয়াররা ইমুশনাল হয়ে খেলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লংকানরা ৬৮৫ রান করেছে ৬ উইকেটের বিনিময়ে। খেলা চলছে।