দেশের ২২তম প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি মাহমুদ হোসেনের শপথ গ্রহন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি মাহমুদ হোসেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। তিনি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্থলাভিষিক্ত হলেন। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

এর আগে গতকাল শুক্রবার রাষ্ট্রপতি বিচারপতি মাহমুদ হোসেনকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন। উল্লেখ্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যগ করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল আব্দুল ওয়াহাব মিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যগ পত্র পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *