আফগানিস্তানে প্রবল ভুকম্পন, পাকিস্তান ও ভারতের ভিবিন্ন স্থানেও কম্পন অনুভূত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা ৬.১ বলে জানা গেছে। এই ভূকম্পন পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থান থেকেও অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাবুল থেকে ২৭০ কিলোমিটার দূরে উত্তর আজ্ঞানিস্তানের হিন্দুকোষে ভূপৃষ্ঠ থেকে ১৯১ কিলোমিটার গভীরে। ৩১শে জানুয়ারী স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের কোয়েটাসহ বিভিন্ন প্রদেশেও এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাকিস্তানে ভূমিকম্পের সময় টিনের চাল ভেঙ্গে একটি বালিকা মারা গেছে। সেখানে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। ভারতের দিল্লী, রাজস্থান, জম্মু-কাশ্মীর, হরিয়ানাসহ অন্যান্য প্রদেশেও এই ভুমিকম্প অনুভূত হয়েছে। কাশ্মীরে নির্মানাধীন একটি ফ্লাইওভার ভেঙ্গে পরেছে ভুমিকম্পের প্রভাবে।